চলার পথে একটু বিরাম চাওয়া মন
ছুটে আসে আমার পাতায়; আমি নিরঝরা;
না আমি কোনো কবি নই! গম্ভীর কঠিন
বা বাস্তব অন্যায় সব কিছু বাদ দিয়ে
শুধু লিখি ভালোবাসার কথা; আসলে সব
যন্ত্রণার অবসান ভালোবাসা!


আমাকে সবাই ভাবে কল্পনার দূত
সবার চোখে আমি ছড়িয়ে দিতে চাই স্বপ্ন
আমার কবিতায় গুটি গুটি পায়ে
তাই বেঁচে ওঠে জীবন; একটা শান্তি
ক্লান্ত শরীরে এক কাপ গরম চায়ের
উষ্ণতা; পেজ থ্রী এর মতোই মুচমুচে......


হৃদ যন্ত্রে বিকলাঙ্গ রূপ
আমি অনেক দেখেছি
শুনেছি ঘর ভাঙার শব্দ
বোবা কান্নায় তিল তিল করে
বেঁচে থাকা একাকী জীবন;
এক থালা ভাতের চাহিদা


তাই তো আমি জীবনের মোর
ঘুরিয়ে এনেছি জাদু
ভালোবাসার অন্তহীন স্বাদ....
আমি নিরঝরা; দিনের শুরু থেকে শেষ
জীবন থেকে মৃত্যু, আলো থেকে অন্ধকার
তুমি থেকে আমি সব কিছুতেই ভালোবাসার
রঙে তোমাদের দিয়েছি মুক্তি......


অনন্ত মুক্তি; তাই তো  সব কষ্ট দিয়ে
নিয়ে যেও জীবনের সবটুকু ভালোবাসা
আমি নিরঝরা ; কবি নই
তোমাদের হৃদয়ের অন্তহীন প্রেমের কবিতা.....!!