বিন্দু থেকে সিন্ধু হয়
তিল থেকে তাল
খিচুরীটা যেমন তেমন
মিলটা কোথায় পাই;


দুনিয়াটা গোল তবু
সরল রেখায় চলি
সত্য কথা লজ্জা লাগে
মিথ্যা তাই বলি!


তোমার দুঃখে
আমার সুখ ,পিঠ বাঁচিয়ে চলি
আপন পরের গল্প দিয়ে
সবার মুখোশ খুলি;


আমি হলাম জ্ঞান পাপী
জ্ঞানের কদর করি
নিজের বেলায় লবডঙ্গা
পরের কথা বলি!


আজকে আছি কালকে নেই
মাথায় হাজার বোঝা
তবু মনে হিংসা আছে
নাটক করা সোজা;


সত্য যদি সত্য হতো
মানুষ হতো মানুষ
পৃথিবীটা স্বর্গ হতো
উড়তো সুখের ফানুস


তাই আমি,বলছি
আজ; বদল আনার কথা
নিজেকে নিজেই পাল্টে ফেলো
জীবন পথের খেলা!


চোখ দিয়ে চাও সৌন্দর্য্য
কান দিয়ে শোন ভাল
মুখ দিয়ে বলো বাঁচার ভাষা
প্রাণকে ভালোবাস;


এ জগতে সবটুকু তাই
উজার করে দেও
কি বা আছে হিংসাতে আজ
সময় যে খুব কম!


তাই তো আমি কবির ভাষায়
করি আবেদন
ভালো থাকো ভালো রাখো
জীবন মূলধন..........!!