তোমার হৃদয়ে আমার প্রবেশ
আজ প্রথবার নয়
বারবার বহুবার; বিরহ , প্রেম , চাহিদা,স্বপ্ন
ভালো লাগার বেশে এক পা দুপা করে
অজান্তেই অন্দরে!
তুমি গ্রহণ করেছো , তুমি নিশ্বাসে জড়িয়েছো
আমার নিশ্বাস! উষ্ণ পরিচয়ে কাছে এনেছো
দুটি মন, আমাকে মেপেছো হৃদয় দিয়ে


আজ নীল আকাশে পেজা তুলোর আহ্বানে
নদীর তীরে হেসে উঠেছে কাশফুল
আমি সেই হাসির ভেলায়
বৈঠা বেয়ে প্রবেশ করেছি হৃদয়ে
আমার হৃদয়ে! আমার অধিকার
আজ তোমার শরীর ভেদ করে শিরা উপশিরায়;
রক্তে মিশে আছে আমার সিঁদুরের রঙ
আমি তোমার
স্মৃতির জলছবিতে নয়
বাস্তবের ঠোঁটের পরশে....
চোখের গভীর অনুভূতিতে
হৃদয় চিড়ে আমার অগাধ যাতায়াত!


শীত কম্বলে যখন উষ্ণতা
ছড়িয়ে যায় শরীরে
আমি তখন বিন্দু বিন্দু ঘামে
রাত ঘুমে ভিজিয়ে দি তোমার স্বপ্নের
জাগরণ কে!


একাকী অনুভূতির চাদরে
আজীবনের বাহু বন্ধন
আমি যে ভালোবাসি
তোমার হৃদয় ছুঁয়ে
অধিকার ছড়িয়ে পড়েছে শরীরে
গ্রীষ্ণের দাবদাহে
তোমার তৃষ্ণাত্ব বুকে
আমি জলবিন্দু;
মরুভূমির সবুজ স্বপ্ন


যদি বসন্ত না আসে কোনোদিন
সেদিন আমি আসবো
আমার সৌভাগ্যের বসন্তে
রাঙিয়ে দেব তোমায়
তুমি আমার ;
তোমার জন্যই আমার জন্ম
এ পৃথিবীর গর্ভে
আকন্ঠ অমৃতের স্বাদে
ভালোবাসা আমার ইতিহাস
সবার হৃদয়ে
আমি অমর তোমাকে ভালোবেসে........!!