একুশ বছরে সুরঙ্গ বেয়ে
                      পৌছে ছিলো আরেক জন্ম
নদী তীরে বৈঠা ভাসিয়ে ছিলো
                       নৌকা! রাত শেষে পাঠকের বুকে
হেঁটে ছিলো কবিতা; আমি অবান্তর
                        নাটকীয় হিংস্রতায় আমার লালসা
জিভ দিয়ে এঁটো ভাতের থালায়
                         লিখেছি বেঁচে থাকার ইতিহাস;
বিদ্যের ঢেঁকিতে টাকার প্রলেপে
                         রাজনীতির কূটনৈতিক হাসি
অঙ্কের হিসাবে ভালোবাসার পাল্লা
                         আজ মূল্য দিয়ে রাত খোঁজে বস্তির বিছানায়
------------------------------------------------------------


আমি অন্ধের কারিগর
বস্তা পচা সভ্যতার তীলক কেটে
যুগান্তর এনেছি হিংসার!
প্রথম সারির পায়ের নীচে
স্বাদ নিয়েছি জন্মের; মৃত্যুর ঠিকানায়
কয়েকদল কাকের সামনে ছড়িয়েছি
দানা; আমি সভ্যতা ভেঙে সভ্যতা গড়েছি......!!
--------------------------------------------------------------
কবিতা হাঁটছে জীবন রেখায়
          আমি খুঁজে চলেছি প্রেম;
                     মাটির গন্ধে শেকড়ের টানে
              রাত শেষ ! সূর্যের আলোয় প্রথম স্নান
          আমার শব্দ তৈরী করছে পূর্ণাঙ্গ পুরুষ
       কাপুরুষের বুক চিঁড়ে!
     তাই আবার গুটি গুটি পায়ে কবিতা
জন্ম নিচ্ছে কবির দহনে.........!!