আকাশটা ছুঁতে চায় চাঁদিয়াল
মাঞ্জা দেওয়া সুতোর বিশ্বাসে
এক দীর্ঘ লক্ষ্যভেদের অন্ধত্ব;
আশার ঘরে চাঁদের পায়চারি
স্বপ্নে সারে মধুচন্দ্রিমা;


আমি পথিক, এ প্রান্তর থেকে
ও প্রান্তের সেতুহীন বন্ধন,'
সবুজের ছায়ায় মায়াবৃত্তের
নাট্য রূপে আচ্ছন্ন!আচ্ছন্ন
কাজল কালো চোখের মুগ্ধতায়;


বিশ্ব ; তোমার গর্ভে আমি সোনা
প্রকৃতিতে আমি সুন্দর
বাস্তবে আমি বিষ;
আমার অলঙ্কারে ধ্বংসের সাজানো
বাগান, আমি কি পূর্ব পুরুষ?
নাকি বর্তমান অথবা ভবিষ্যত্ !


আমি পথিক; কাল স্থান পাত্র
বিশেষে; আমি বদলের পথে
পরিচয়ে খুঁজি নিজেকে
আমি অস্তিত্বের সহবত
আমার পরিচয় পত্রেয় আমার শূণ্যতা
তবে কে আমি?
সৃষ্টি নাকি শুধুই ভ্রম;
দীর্ঘ পথে পথ হারা চাঁদিয়াল