কলম কথা বলে
মন স্বপ্ন দেখে
রক্ত রঙ চেনে
চোখ কিছু খোঁজে


আমি এক দণ্ড
শান্তির খোঁজে আগাছায়
প্রাণ দিয়েছি; তারকাঁটা
আঁচড় কেটেছে শরীরে
ভালোবাসা সীমাহীন ছিলো
তবু আয়নায় ঝাপসা মুখ


আমার অগণিত লেখার
মাঝে কিতকিত খেলার
কোর্ট আমি ফিরতে পারিনি
অতীতের পথ ধরে;


একটা শূন্যস্থান
জীবন দিয়ে পূরণ হয়না
চাহিদার পাহাড়ে আমি নগন্য
স্বার্থের স্তুপে চাপা
তাই হয়তো বহুদূরে
তোমার থেকে বহুদূরে........


কলম থেকে
মন থেকে
রক্তের স্বাদে
চোখ, শুধু ভেজে..........!!