হৃদয় থেকে তোমার কথা
দিন শেষে ভোরের মতোই স্বচ্ছ!
মরণের পরেও এক অচ্ছেদ্য বন্ধন
খুবই স্বাভাবিক;
আমি জন্মের তাগিদে নয়
তোমাকে খুঁজে পাওয়ার তাগিদে
সহস্র পথ হাঁটতে পারি......
নির্ভুল না হলেও নিতে পারি সিদ্ধান্ত
তোমার পথে ছড়িয়ে দিয়ে গোলাপের পাপড়ি
আলিঙ্গন করতে পারি কন্টক.....


এগুলো বলে নিজেকে প্রমাণ করতে চাই না
এগুলো জন্মের সাথে আজীবন আবদ্ধ
দূষিত নিঃশ্বাস বেয়ে আমার অক্সিজেন
ছড়িয়ে যাক তোমার প্রাণের স্পন্দনে
আমি ছায়া তোমার
জন্মের ঘরে মৃত্যুর পথে
অনন্ত বিশ্বাসের অসীম একাকীত্বে


সম্পূর্ণ নয় আমার কাব্য
তোমার পথ ধরে আনন্দ ধারা
রামধনু ছড়াবে আমার মুক্ত আকাশে
আমি বন্ধু তোমার হৃদয়ের গভীরে
আজও একই ভাবে...........!!


"তেরে বিন তেরে বিন
তেরে বিনা জিনা নেহী মরণা নেহী তেরে বিন"