তোমার হৃদয়ে দান করলাম অমরত্ব
প্রথম সূর্যের কিরণে রোজ ঘুম ভাঙাবে
সে; সূর্য সত্য তাই সত্য সে
প্রশ্ন কে "সে"?
"নিরঝরা"
সকাল বেলার চায়ের কাপে
ঠিক যতটা ভালোবাসা উপচে পড়ে
ঠিক সেই ভালোবাসায় মিশে আছে
"নিরঝরা"


রোজ কত শব্দ কবির কলম
থেকে ঝরে পড়ে
হৃদয় ছুঁয়ে ভালোবাসার গভীরে ডুবে যায়
সেও তো  সেই
"নিরঝরা"


রাতের আকাশকে সাক্ষী রেখে
চাঁদ যখন ছড়িয়ে দেয় ভালোবাসার
চন্দ্রাবলী তখনও হৃদয়ে
গভীরে জেগে থাকে সে
"নিরঝরা"


দিনের শুরু আর রাতের শেষ
জীবনের যন্ত্রণার মাঝে
ভালোবাসার অনন্ত আকাশ জুড়ে
ছড়িয়ে আছে সে
"নিরঝরা"


তোমাদের হৃদয়ে
তোমাদের প্রথম প্রেমের শুরুতে
তোমাদের প্রত্যেকটা ভালোলাগার মুহূর্তে
তোমাদের স্বপ্নের জগতে
ছড়িয়ে আছে যে
সে
"নিরঝরা'
তোমাদের ভালোবাসার জীবন্ত উদাহরণ
তোমাদের অমরত্ব........!!


(এই কবিতাটা আমার ভাই কবি গোলাম রহমানের উদ্দেশ্যে লেখা
আমার অসুস্থতা তে উনি ভয় পাচ্ছেন হয়তো আমি যদি না থাকি
বাস্তবে না যদি থাকি তবুও আমি যে সব জায়গায় বিরাজমান এই কবিতাটা লেখার উদ্দেশ্য তাই)