জন্ম থেকে শুরু হয়েছে জীবন
একলা বারান্দায় দাঁড়িয়ে বহুদূর  দৃষ্টি
বৃষ্টির জল আলতো ছুঁয়ে যাচ্ছে মুখ
পিয়ানোটা কেমন যেন খেলা ঘরের মতো
আমিঅনেকদিন ওকে ছুঁয়ে দেখি না
গাছ গুলো কেমন যেন নুয়ে পড়েছে
ওরাও বোধহয় জীবন থেকে হাপিয়ে উঠেছে
আমার রোজকার এসব ঠুনকো কথা
হয়তো তোমার হৃদয় আর স্পর্শ করে না;
আসলে এছাড়া তো কিছুই দেওয়ার নেই
মেরী তনহায়ী ওর তনহা ইয়ে জিন্দেগী
তোমার কপালের সাথে আমাকে নাইবা জুড়লে
একটা শুকনো পাতা পথের ধুলো মেখে
উড়ছে ,উড়েই চলেছে
যখন হাওয়ার টান যেদিকে...


তোমাকে কোনোদিন গল্পের নায়ক
করবো না ,কারণ আমার গল্পে নায়িকা
একটাশূন্য মাত্র !স্থান কাল সময়
কোনটাই তাকে ছুঁয়ে দেখবে না কোনোদিন,
বৃষ্টিটা বেশ ধরেছে এখন
তুমি বেশ নিজের জগতে আর আমি
তোমাকে জগত বানিয়ে অবান্তর সুখ খুঁজে
তাসের ঘর বানিয়েছি!
ছোট ছোট সুখ, ছোট ছোট ইচ্ছা,
আমার চোখের হারিয়ে যাওয়া স্বপ্নের মতো.......


সারাদিন তোমাক শুধু অভিযোগ করে যায়
ভিত্তিহীন; ভাবছি ছুটি নেব
রোজ তোমাকে আমার ক্লান্ত শরীরের বোঝা আর বইতে হবে না
আমার কোনো অভিযোগ নেই
কারণ হয়তো  আমি নিজেই
আর কিছু চাইনা; হিসেব করে বা জোড় করে
সুখ ! এটা অবান্তর
একটা অলীক স্বপ্ন , না চাইতে অনেক কিছু দিয়েছ
হয়তো কিন্তু আর নয়
পথের দৃষ্টি আজ আবছা ; সবটাই ডাইরির পাতায় বদ্ধ
আজ আবারও কিছু অবান্তর লিখে ফেললাম
ম্যায় ওর মেরী তনহায়ী
আর কি
এবার ছুটি দাও............