নিশ্বাস নিয়ে ছিলাম
যখন প্রথম পা ফেলেছিলাম
মাটির তলায় অনুভব করেছিলাম
শিকড়ের টান;
পেরিয়েছি বহু ধূসর রাত
দিগন্তের শেষ সীমানা;
দূষিত বাতাসে অক্সিজেনের অভ্যাস
আড়ষ্ঠ করেছে গতিবিধি;
তখনও বুক ভরে নিয়েছি নিশ্বাস
তোমাকে ছুঁয়ে প্রথম অনুভূতি
প্রথম ভালোবাসা; উষ্ণতা ছড়িয়ে তোমার
নিশ্বাসে মিশে ছিলো
আমার নিশ্বাস.......
রক্তের স্রোতে জীবনের মাপকাঠী
একাকার হয়ে জেগে আছে
সে প্রাণবায়ু; ঠিক যেমন তোমার হৃদয়ে
আমি পথ পেরিয়ে গভীর সমুদ্রের
তলদেশ ছুঁয়ে খুঁজে নিয়েছি বাঁচার
মানে!শুধুই বাঁচার মানে
কার্বন ডাই অক্সাইডের মাত্রা
আজ বিপদ সীমায়
তবু অক্সিজেন বুকে করে
দীর্ঘপথ ;
শুধুই তোমার জন্য..................