ছাপ ছিলো দুটি সত্তার


যদি এক হতো ; তবে অনিয়মের দরবার


আজ অবান্তর ঠিকানায় লিখে যেতো বিবেক!


শব্দেরা যখন কবিতা হয়েছে ; তখন ভালোবেসেছিলাম


রাত ভোর শুধু প্রশ্নের ঝড় দাপিয়ে ছিলো


শরীর! একটা কার্বন কপি রোজ নিয়ম করে


রেখে ছিলো জন্মের ছাপ........


কাছে ছিলো কোলাহল, না ডাকলেও আলোছায়া


ঘিরে ছিলো শূন্য প্রান্তর,


মূল্য মেপে চাঁদও বুঝিয়ে ছিলো


ভালোবাসা, শুধুই  বেঁচে থাকার কার্বন কপি.....!!!!!


-----------------#######----------------------------