খাঁচার পাখি গুলো যখন
প্রথম মুক্তির আলো দেখেছিলো
ভালোবাসা দরজায় দাঁড়িয়ে
বলেছিলো তুমি আজন্মের প্রেম;
তোমার শিরা উপশিরায় বহমান
স্বপ্নের স্রোত আজ তোমার সিঁথি
রাঙিয়ে ভাগ্য লিখেছে, জুঁই নয়
বেলী ফুল নয় নয় শুধু গোলাপ
বকুল ফুলে আজ তোমার সজ্জা
সাজিয়ে অপেক্ষায় আছে রাতের
আকাশ, চাঁদের চাহিদা আজ
আকাশের বুকে ; তোমার বুকে
বৃষ্টি ভেজা লাজুক মন; প্রথম
বারের নিশুতি চুম্বন জমে থাকা
দীর্ঘশ্বাস কে দিয়েছিলো অনুভূতি
নির্বাক! প্রথম যখন পাখি ছুঁয়ে ছিলো
মুক্তির আকাশ, তোমার মনের বাগানে
ফুটে ছিলো সেরা রজনী গন্ধা হৃদয়
পেয়েছিলো ভালোবাসার স্পর্শ, আর
একটা লড়াই এর শেষে শান্তির ঘুম
সবটাই তোমাকে ভেবে ; তুমিও কি
ভাবতে পারো আমার মতো করে?