কবিগুরুকে মনে রেখে
কাটিয়ে গেছি কয়েক শতক
বসন্ত তবু হারিয়েছে পথে
আত্মার সাথে আজ
কয়েক যুগের দূরত্ব
তবু লিখে গেছি একের পর এক ইতিহাস,
আমার চরিত্র অচেনা,
অচেনা আজ মুখোশ,
অচেনা স্বপ্ন, অচেনা তুমি আমি
অচেনা গোটা পৃথিবী;
তবু ফানুস উড়ে যায় আকাশ ছোঁয়ার আনন্দে!
কারাগার বদ্ধ মন বলে যায়
দিগন্তে সূর্যের আহ্বান,
গোলাপ ছড়িয়ে যায় সুগন্ধ,
শীত শেষে প্রবেশ করে বসন্ত
অজান্তে রেখে যায় প্রেম......