সকাল যখন ফুরিয়ে গেছে
তখন এসেছিলে তুমি,
পরিত্যাগ করেছিল প্রাণবায়ু
তবু সতেজ ছিলো মন
একটা চেনা শরীরের ঘ্রাণ,
ঘড়িতে তখনও নিয়ম মেনেই
ঘণ্টা বেজে চলেছে
স্পন্দন নিভু নিভু, তোমার হাতের
উষ্ণতা তবু যেন শিরা বেয়ে
মস্তিষ্কে কেটে চলেছে দাগ,
চোখের সামনে আবছা তুমি
হৃদয়ে তোমার চোখের গভীরতা,
একটা গল্পের মতোই শুরু
হয়েছিলো জীবন
সবুজ সজীব একটা নদীর তট
তারপর............
স্মৃতির বিকেলে সতর্ক প্রহরীর ফাঁদ
সব মেঘ কেটে
কালবৈশাখী ঝড়;
নষ্ট সকাল,
আমার আবহাওয়ার রূপ বদল
ভিনদেশে চাঁদ থেকে বেয়ে আসে বৃষ্টি!