রহস্যময় হাসি
ঠোঁটে তার জেগে আছে নক্ষত্র;
গভীর খাদে আঁকা বাঁকা পথ ধরে
হারিয়ে গেছে গোটা পৃথিবী,
তোমাকেই বলছি
মোনালিসা, যন্ত্রণার মুখোশ ঢেকে আছে
অদ্ভুত সেই ঠোঁট;
অথবা কোন অজানা আশঙ্কায় তীক্ষ্ণ মৃত্যু ফাঁদ!
কি সে?
নিছক মনোরঞ্জন, নাকি কোন তৃপ্ততা,
অথবা ভালোবাসা, অজস্র মুক্তির অনুভব;
গভীর ,হয়তো আরো গভীর অনুভূতি,
আমার তৃষ্ণাত্ব চোখ দুটো
ভেদ করে বুঝতে চাই তোমার ভাষা,
মোনালিসা;
আমার অনুভব কেন স্পর্শ করে না তোমার ঠোঁটের হাসি
আমি আরো একবার রচনা করতে চাই তোমাকে,
গভীরে অতল গভীরে লুকিয়ে আছে যে অমূল্য রতন!
রহস্যময় সেই হাসি
বরফের ছুরির মতোই রক্তাক্ত করছে আমার হৃদয়কে,
মোনালিসা
একবার, শুধু একবার আমার ঠোঁটেও দিয়ে যাও তোমার হাসি
আমিও যে হতে চাই ক্যানভাসে আবদ্ধ ছবি.....!!