হলুদ বসন কাজল নয়ন
রূপে স্বরসতী; সারি বেঁধে
রঙিন ফানুস  উড়ছে কত দেখি,
হ্যাংলা ছেলে প্যালা দিয়ে গীটার হাতে তুলে
গানের সুরে দিচ্ছে তালিম; হিরো হবে বলে,
গোলাপ যখন  আকাশ ছোঁয়া, গাঁদা ফুলের পূজো,
তোমার সামনে আমি যেনো সরল এক শিশু,
আমার মতো কার্তিক  আর নেই যেন তল্লাট এ
প্লিজ তুমি থেকো সাথে নেই যেন ভয় তাতে,
আমি তোমার বাঁদর  ওগো তুমি মুক্ত হার
তোমার কাছে মাথা নত করবো  আমি আজ;
বসন্তের ডালে ডালে রঙিন  পাখি  সব,
সত্য মিথ্যা কেউ জানিনা
প্রেম  যেন বিন্দাস .......।।


( শুরু হলো  ভ্যালেনটাইন সপ্তাহ  আমার কবিতায়
জানি না সবার কেমন লাগবে, তবু স্পেশাল পর্ব শুরু আমার কবিতায় )