সারাদিন ধরে বলেছিলাম ভালোবাসি,
ওঝরে ঝরে ছিল সে,
মনের স্পন্দনে সৌরভ মেখে এসেছিল সে,
সে ছিল সবুজের মাঝে
সে এসেছিল দুরন্ত স্রোতে,
সে এসেছিল নব পল্লবে
সে এসেছিল নটরাজ রূপে,
আমি,
ওহে প্লাবিত ধারা
তোমার চিত্ত মাঝে আমার হৃদয় বিনা বাজে
নাও গো আজি বৃষ্টি সাজে
তোমায় আমায় হারা,
চঞ্চল মোর কাজল নয়নে রূপ কল্লোল ধারা......
সে এসেছিল বলেনি কখন
তবু মন নয়নে নয়ন ভরিল
সে এসেছিল প্রেম নিয়ে সাথে
আমার ঝুলি ভরিতে..
আমি,
ওহে বরষা, তোমার রূপে
আমি যে মাতাল
এসো প্রিয় মোর দিগন্তে আজ
আঁখি পল্লব ধারা,
আজি বরষায় পেয়েছি ভরসা
উতলা হৃদয় ,দেখি যে তোমায়
মিলনের সুখ লাজুক এ মুখ
তোমারে যে শুধু চাই,
এসো প্রাণ সখা এসো মোর কাছে
হাতে ওপর হাতটি রেখে
বৃষ্টির এই সৌন্দর্যে দুজনে ভেসে যায়
আমি আর তুমি দুই প্রান্তেও
একই সুর গেয়ে যাই.....
সে এসেছিল আজ
ভালোবাসা এসেছিল
এ পাওয়া নয় সে পাওয়া
এ যে জন্মান্তর
বৃষ্টি তুমি কতই না সুখের
রোম্যান্স এনেছো তাই........!!