পূজোতে ছয়টা শাড়ি হলো আমার,
গ্রীষ্ণ বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত,
সব গুলোই প্রিয়,
প্রথম প্রেম, প্রথম কবিতা
প্রতিবছর;
মায়ের রূপ, তুলশী মঞ্চ, প্রদীপ
রোজ ভোরে এক সাজি শিউলি ফুল,
নীল আকাশে সাদা মেঘের ভেলা
আমার আঁচল ভরে বর্ষিত আগমনি সুর;
চলো বদলাই,
পাঁচটা দিন পাঁচটি অধ্যায় হয়ে উঠুক
গড়ে উঠুক সাম্য,
তোমার হাত ধরে শুরু হোক অষ্টমীর সকাল
লাল পেড়ে গরদের শাড়িতে আরও একবার
তোমার দৃষ্টিতে ফুটে উঠুক প্রেম,
রাতটা কেটে যাক কোনো মণ্ডপে,
জমিয়ে আড্ডা, বাঙালীর খাদ্য রসনা
আর বাংলা গান.....
সবার জন্য, আত্ম ভোলা প্রাণে
ভালোবাসার স্পন্দনে জেগে উঠুক উমা.....
শুভ শারদীয়া, ভালো কাটুক সবার....!!