যখন আলো নিভিয়ে আঁধার
আকাশ ছেয়ে যায়;
আমার ঘরে মৃত্যু বাসর
তোমার সুখের ন্যায়;
বোধ বিবেকে শ্যাওলা পেছল;
গলায় খাঁড়ার ঘা,
রক্তের লাল চোখের কোনায়
জীবন ছাড়খার;
কি ভাবে মন বেঁচে থাকা
সুখের ঘরে দুঃখ আঁকা;
তোমার ছবি বুকের মাঝে
ঝড় তুলেছে আজ;
খবর যখন আসবে তোমার
থাকবো না তো আর;
স্বর্গ থেকে নামবে সে রথ;
সোনার বরণ দেহ;
সবাই তখন বলবে এসে সতী-লক্ষ্মী গেলো;
বুকের জ্বালা বুঝলো কে তা
শরীর মাঝে আত্মা কোথা;
শুধুই পড়ে জীর্ণ দেহ
তারই অবসান; আমি তো সেই
মরেই গেছি নেই তো কিছু আর;
সকাল বিকাল দিন রাত্রি
রোজ যে মরার পালা;
কেন তবে এঁকে ছিলে নতুন আলোক রেখা;
যাবেই যদি ছুঁয়ে কেন হৃদয় হারালে;
নিত্য ফুলের পূজোতে নেই
আমার কঠোর মন;
এবার বাঁধন মুক্ত আমার
বোঝে না আর মন.........!!