গঙ্গার পাড়ে ভাঙন ধরেছে
হয়তো ধ্বংসের আভাস,
তোমার চোখ চুঁয়ে যে ধারা
বাহিত ,তার সবটুকু শুষে নিয়ে
আজ আমি অমর;


অগ্নির গর্ভে যখন বৃষ্টির স্পর্শ
সমুদ্রে তোলে উত্তাল ঢেউ
তখন আমি বিশুদ্ধ নিশ্বাস
বহন করে শরীরকে করছি সবুজ;


পৃথিবীর বুক চিড়ে সহস্র
সীতার মুক্তি, আমার নয়;
আমি জটা থেকে উত্স্বর্গিত
পরশমণি; তুমি ত্রিনয়ন
করেছো উন্মুক্ত; আমি হয়েছি তেজ;
তোমার বিভূতি গায়ে মেখে
হয়েছি নটরাজ; এসো সমস্ত
দুর্যোগ উপেক্ষা করে মত্ত হই
আজ ঋতু পরিবর্তনে মেতে
উঠুক সাপেদের রতি ক্রিয়া,
জন্ম হোক আগামীর.......!!