তুমি যাকে শরীর বলো
আমি তাকে বলি
শুধুই আত্মার আবরণ;
তার মধ্যে ভালোবাসা খুঁজে
চলার যন্ত্রণা;সে চায় ভালোবাসা পেতে,
সে চায় ভালোবাসা ধ্বংস করুক তাকে
যে কোনো উপায়ে সে হারিয়ে যেতে চায়
ভালোবাসায়......


তোমার আত্মাও কি তাই চায়?
তুমি তো অনেকদিন আগেই
ধ্বংস করেছো হৃদয়কে,
তবুও তোমার কোনো শাস্তি নেই;
বিশ্বাস অবিশ্বাসের খেলায়
আমার জীবন থেকে সরিয়ে নিয়েছো আত্মাকে, আমি তো তাকে এখনো খুঁজে চলেছি......


কোথায় জানো?
যেখানে তুমি আছো আমার বন্ধনে
যেখানে শুধুমাত্র তোমাকে পাওয়া যায়,
যেখানে আমার সব আশা ব্যার্থ হয় এবং ব্যার্থ হও তুমি
যেখানে আমার শুরু, যেখানে আমার জান
কবরে আবৃত,
ঠিক সেখানে......


তুমি যাকে শরীর বলো
আমি বলি তাকে আত্মার আবরণ.......!!