সূর্যের কিরনে আলোকিত হলো অন্ধকার
দূরে সরতে লাগল অন্ধকার বিষন্ন কালো ছায়া!
যে মাঠিতে পরেছিল কাল অবধি লাল রক্তের ছোপ?
আজ তাতে ভরে উঠেছে কত রঙ্গের ফুল।
যে বাতাসে ভেসে আসত মরা লাশের গন্ধ?
আজ তাতে ভেসে আসে সুরভী গন্ধ।
যে মাঠে পরে থাকত কত নিষ্পাপ প্রাণের লাশ?
আজ তাতে গজিয়েছে সোনার ধানের ফসল
ভরে উঠেছে সবুজ-শ্যামলে।
যে রাস্তায় ঝরে পড়েছিল কত মায়ের বুকের মানিক??
আজ তাতে লিখা থাকে তাদের ত্যাগের কথা।
যে নদীর পানির রঙ ছিল লালে লালে রক্তাক্ত
আজ তা বর্ণহীন।
যে আকাশে একদিন ছিলো কালো ধোয়ায় ভরা
আজ তাতে ছড়িয়ে পড়েছে লাল-সবুজে।।
যেদিন চারদিকে হতো রক্ত মাখা কান্নার শব্দ?
আজ ভেসে উঠে উচ্চ স্বরে জয় জয় জয়ের ধ্বনি।।