আজ তুমি দিয়ে দিলে বিদায়ের বাঁশি বাজিয়ে
কত কাল ধরে এ বিদায় দিবে বলে বেঁধেছিলে আমায়??
আজ আমায় বিদায়ের শেষ পথে এনে দিয়ে
তুমি চলিলে কোন পথে??
তুমি যে পথে দিবে পাড়ি আমার ঠাঁই নাই কি সে পথে?
গনগন বর্ষনের এ রাতে আমায় ছেড়ে দিলে একা ভিজতে?
ফুলের সুভাসে গন্ধে মাখা ঐ মালা কার খোপায় পড়িয়ে দিবো?
তীরে বসে বাঁশুরির মিষ্টি সুরের ছন্দে গাথা আমার তোমার স্মৃতি জলে এ কোন চর পড়িল?
তোমার পথোপানে চাহিয়া রাতের ও তারাদের শুনিয়েছি যে তোমার আমার প্রেমগীত।
আজ কেনো তুমি লুন্ঠন জ্বালিয়ে দিয়েছ আমার হাত?
বলেছ পথ চলতে আজ আর থাকিবে না কোন রশ্নি যে বলিবে দেখে চল?
আজ সব মায়া থেকে দিলে আমায় বিদায়!
দিয়েছ বিদায় ঐ তীরের ও পাড়ে!!
চলিছ তুমি কোন তীরের পাড়ের খোঁজে??
আমায় জানিয়ে চিরবিদায় বাজিঁয়েছ শেষ ঘন্টা।।।