জন্ম নিলে মরিতে হয় তাহা সত্য বদলানো না যায়,
এ জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত জীবন খানা কোন যুদ্ধের ময়দান!!
যেখানে শুধু অযথায় দৌড়ানো,কখনো কারও জন্য, কখনো নিজের জন্য?
যেখানে ক্ষনে হাসি ক্ষনে কান্না,ক্ষনে সুখ, ক্ষনে দুঃখ,ক্ষনে আবার ছলনা।
যেখানে বাচাঁর  জন্য যুদ্ধ করতে হয়,
যেখানে একবেলা খাবারের জন্য কারো
কাছে হাত পাতা লাগে!
যেখানে মিথ্যে অবিচার অত্যাচারের জীবন অতিষ্ট করে তোলে!!?
যেখানে অসহায় নিরীহ মানুষের উপর যুলুম করে!
তাদের হক কেড়ে নেই,
যেখানে প্রতিনিয়ত দাড় করায় কঠোর কাঠগড়ায় সেখানে শুধু সত্যর অবিচাল,
এভাবে চলে যায় গুটে থাকা আবদ্ব অভিশপ্ত জীবন!
কারো জন্য অভিশপ্ত, কারো জন্য বিচিএ রঙ্গে রাঙ্গানো জীবন।।