বৃষ্টি ছোয়া বা কুয়াশার আবরণ যখন ঘাসের উপর এসে মিশে যায়
ঠিক তখনি ভিজে যায় ঘাস আর পরিণত হয় ভিজে ঘাসে।
যার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয় কিন্তুু সৌন্দর্য আহরন করতে কোন অতিথি আসে না,
আসে না ভিজাতে আলতা পরা কোন আলতো পা!!
তখনি ভিজে ঘাস ক্ষিপ্ত হয়ে বিলিয়ে দেয় চিরতরে তার সৌন্দর্যকে
এবং গ্রহন করে নেয় নতুন কোন সৌন্দর্য কে!!
স্বাগত জানায় ঐ সূর্য কিরণের আলো কে??
ঐ সূর্যের কিরণ যার আলো এসে পরে যখন ভিজে ঘাসের উপর??
তখন তার সে আগের সৌন্দর্য বিলীন হয়ে যায়!
হারিয়ে যায় ভিজে ঘাস থেকে শুধু ঘাসে।
সূর্যের রশ্নি থেকে পাওয়া কিরণে বেছে নেয় নিজেকে,,
ভুলিয়ে দেয় তার আগের সৌন্দর্য কে?!
নতুন করে সাজিয়ে দেয় কিরণের আলোতে,
আলতো পায়ের আমন্ত্রণ বিছিয়ে দেয় ক্ষনিকের সৌন্দর্যে।।।