কিছু কথা বলা হয়ে ও যেনো হয়নি বলা তোমায়
কিছু বেদনার শির দ্বারা শুরু করে দিয়ে ছিলে,
আজ বেদনার নীলম্বরায় হাবুডুবু খাওয়া পথিক শুধু
কখনও পাড়ের কিনারা যাবার তাড়নায় অজস্র ঢেেউর সামনে নত হওয়া!!
কখনও বা পাথরের মূর্তি হয়ে দাড়িয়ে থাকা সে জায়গায়!
স্মৃতির চরন গুলো শেষ হয়েও আবারও উকিঝুকি মারে অবেলায়,
বেলা শেষে ক্লান্ত পথিকের দলে জোট হয়ে হারের গান গাওয়া,
কথাহীন গল্পের আজ আর নেই কোন চরন,
সে গল্পের শেষ ইতি করে ছিলে সে অনেক আগে তুমি!
ঠিক যেমন তোমার দেওয়া বেদনারর জলে নামিয়ে দিয়ে ছিলে সে কবে??
আজ যেন তা সমাপ্ত হয়েও অসমাপ্ত বেদনায়।