আজ তোমাদের কিসের তরে এতো কার্পণ্য ?
সবই তো নিলে চুষে যা ছিলো সম্বল!!
আজ কেনো দিবার বেলায় করছো কার্পণ্য ?
নিবার বেলায় করোনি কোনো কার্পণ্য,
চোষকের মতো চুষে রক্তকে করেছ পানি !!
আহত শরীর কে করেছ আরোও আহত আঘাতে আঘাতে,।
তোমরা ছিলে উচু শ্রেণীর মানুষ
মানুষ ছিলো তোমাদের টাইটেল
আসল পরিচয়  ছিলো তোমাদের উচু শ্রেণীর চোষক!!
যাদের কাজ হতো নিচু শ্রেণীর উপর হুকুম চালানো
তাদের কষ্টের বীজের ফল আহরন করা!!
তাদের চোখের জলের ফোঁটায় থাকত তোমাদের হাসির বিন্দু,
তাদের মুখের ভাষা কেড়ে নিয়ে করেছ ভাষাহীন ;
তাদের হাতে পায়ে পরিয়ে ছিলে শিকলের আস্তরন
তাদের নিভু নিভু সুখের আলো ও নিয়ে ছিলে অন্ধকার করে দিয়ে!
আবদ্ব করে রাখতে মাঠিতে ইচ্ছে গুলো!!
আজ কেনো তা ফিরানোর তরে দেখাচ্ছো কার্পণ্য?
সবই তো আমাদের দেওয়া দান,
তবুও করছো তোমরা কার্পণ্য???