বিদায়ের শেষ ঘন্টার শব্দ শুনা গেছে ঐ কালো পাহাড়ের ধারে,
ঐ কালো পাহাড়ে একে একে সবার ঘন্টা বেজে উঠে উচ্চ তরঙ্গের ধ্বনিতে!
বেজে উঠে কতোশত আতনার্দের মুহুর্মুহু কান্না!!
কতো চিৎকারের শব্দে কেঁপে উঠে চারপাশ!!
অজস্র স্রোতের মতো গড়িয়ে আসে রক্তের বর্ণা সেখান থেকে,
খসে পড়ে এক একটা হৃদয়ের তীব্রতর হাহাকার!!
তাদের দিবার হাজার হাজার কষ্টের কথা বন্ধী হয়ে থাকে গগন জুড়ে;
ঐ যে সে কালো পাহাড়!!
চলছে সেথায় পালা বদলের ঘন্টা
এই বুঝি হলো আমার পালা!!
বহিবে আমার ও রক্তের স্রোত,
শুনা যাবে আমার চিৎকার,বাতাসে থাকিবে আমার আতর্নাদ।।
ছড়াবে গন্ধ আমায় পোড়ানোর,
বুকের পাজর থেকে খসে পড়বে আমার খন্ড হৃদয়
যা টুকরো টুকরো হয়ে পড়বে চারদিকে,
তার ভাষা পড়তে গেলে পাবে খোঁজে কত না বলা অগ্নিদগ্ধ দেহের নিমর্ম পরিহাসের কথা!!
সব নিশ্চুপ হয়ে যাবে যখন আর ঠিক তখনি বুঝে নিবে,,
আমিও তলিয়ে গেছি সে নিকশ কালো পাহাড়ের গভীর অন্ধকারে।।