স্বাধীনতা কোথায় তুমি লুকিয়ে বেরুচ্ছো?
কিসের ভয়ে দিচ্ছো ঘা ঢাকা মাঠির ও তলে!
যে মাঠিতে রক্ত ঢেলে তোমায় ছিনিয়ে এনেছি
আজ কোথায় তুমি স্বাধীনতা??
কোন শিকলে বন্ধী হয়ে ধুমড়ে মুচড়ে আছো পড়ে আজও?
ভীরু ভীরু হয়ে থাকছ চেয়ে
কোথায় তোমার একগাদা বীরত্বের জয়গান?
যার শোধ হবে না পুরন কুভুও!!
স্বাধীনতা কোথায় তুমি??
মায়ের হাসিতে নাকি তার অশ্রূ সিক্ত চোখ ভরা জলে??
বোনের মায়া ভরা মুখে নাকি তার রক্তাক্ত চোখে মুখে??
বাবার স্নেহে নাকি তার আহত কালো দাগের শরীরে?
ভাইয়ের আদরে নাকি তার লাশের গন্ধে??
কোথায় তুমি স্বাধীনতা ??
মুক্ত হাওয়ায় নাকি মানুষ পোড়া বাতাসে?
শৃঙ্খলায় নাকি উশৃঙ্খলা এ সমাজে?
বর্বর যাযাবর জাতিতে নাকি উন্নত জাতিতে?
স্বাধীন স্বাধীনতা কোথায় তোমার ঠিকানা??
লাল-সবুজ পতাকায় নাকি হায়নার বেড়াজালে বন্ধীতে?
কোথায় তুমি স্বাধীনতা??
হয়েছো কি স্বাধীন নিপীড়নের হাত থেকে
পেরছো কি বেরুতে অত্যাচারের লোহার বদ্ধ ঘর থেকে??
এটায় কি তোমার স্বাধীন স্বাধীনতা!!!