ঘর হারা আজ আমি পড়ে আছি একা
যার চারিদিকে ছোট ছোট শিকলে আবদ্ব
বেধে রেখেছে সে শিকলে শক্ত করে দু পায়ে
বন্দী করেছে আমার স্বাধীন হয়ে উড়ে বেড়ানো কে!!
সাজিয়ে রেখেছে ছোট্ট খাচায়__ডানা কেটেছে উড়ে যাবো বলে,
এভাবে কি পোষ মানানো যাবে আমায়??
আমি বড্ড খাম খেয়ালী আদর ছাড়া যে চলবে না,
যেই না ফাঁকি পাবো উড়াল দিবো ঐ আকাশে
সাধ্য কার বন্দি রাখবে আমায়__বাধা দিবে নিজ ঘরে ফিরার??
একটু খানি সখের জন্য অবহেলায় করলে আমায় পর, রাখলে আমায় খাচায়
তাই বলে কি ছেড়ে দিবো হাল !
আটকাবে কে আমার স্বাধীনতা?
আমি আবার উঠব গজিয়ে উড়াল দিবো বলে
যখন আমায় লাগে ভালো তখন কর আদর পর মহূতে কর আমায় হেলা,
ইচ্ছে প্রেমের সখের আশায় তাক কর বন্দুক যখন আমার দিকে হাত কাঁপে না কি তখন তোমাদের??
আজ ঘর হারা পাখি আমি নেই কোন ঠিকানা
বন্দী আছি এখনো তোমাদের ঐ বানানো খাচাঁয়।।