সবুজ-শ্যামলের দেশে শ্যামল বর্ণের মেয়ে
যেথায় মাঠ ভরা সোনার ধান আর হলুদ রাঙ্গা সরষে
রাখালে বাঁশির সুরে নেমে আসে
ঘরে ফেরা মানুষের প্রশান্তির ছায়া!
এক বুক রক্ত দিয়ে  তৃপ্ত মিটেনি তাদের
লক্ষ বুকের রক্ত দিয়ে পেয়েছে এ বাংলা!
হাজার মায়ের বুকের মানিক পড়ে ছিলো পিচঢালা পথে
বাংলা কে নিজের ভাষা করবে বলে।
হাজার ভাইয়ের রক্ত রাঙ্গিয়ে এনে ছিলো অমর একুশ;
লক্ষ লক্ষ মা-বোনদের কেড়ে নিয়েছিলো ইজ্জত
তুবও হয়নি পিছপা স্বাধীন বাংলা করবে বলে!
যে বাংলায় হবে না আর নির্যাতনের পিড়া!
যে বাংলায় প্রদীপ উঠবে জ্বলে,
যে বাংলার ঘরে ঘরে খিলখিলিয়ে আসবে ভেসে হাসির শব্দ!!
আজ সে বাংলার ঘরে কান্নার শব্দ
নিথর হয়ে বসে অশ্রূ জল পড়ছে বেয়ে মেয়ে হারা মায়ের চোখ!
আজ সে বাংলার মেয়ে হচ্ছে শিকার দূর্ষদের তরে
আজ সে বাংলার মেয়ে পাচ্ছে না বেরুতে স্বাধীন দেশে!
একটুখানি মুক্ত বাতাসের যন্তনায় কাতরিয়ে বেড়ায়,
এক ফালি সুখের খোঁজে দেয় বিসর্জন নিজেকে।
আজ সে বাংলার মেয়ের দুমপাটানোর আর্তনাদ চলছে গগন জুড়ে!!
অত্যাচারে যখন পারছে না আটকাতে তোদের?
জীবন নিচ্ছে কেড়ে অনাহারী মতো!!
এমন স্বাধীন দেশে তুবও তোরা বাংলার মেয়ে!!