রং তুলি দিয়ে সাজানো নানা রং বেরং এই জীবন
আসিতে হবে সব ছেড়ে পালাক্রমে এ ভুবনে
কালো -সাদা তাহার দেহের রং তা দিয়ে হবে না টিকিট এ ভুবনে আসার!!
এক টুকরো সাদা কাপড় পড়িয়ে আসিবে
মনে থাকবে ভয় মুখে থাকিবে তার চিহ্ন
আওয়াজ থাকিবে নিচু
কতই না ভেঙ্গে ছিলো রোদের ঢেউ
কালো ছিলো মনে পাবে না ঠাঁই;
ইচ্ছে বশে করেছিলো কত ধ্বংস লীলা
কত করে ছিলো বিধ্বস্ত শান্তির কুঠির!!
হবে তার ভাগ করিবে দাড়।
আসিবে শেষ একদিন শুষে নিবে যখন সত্যের রস
কালো ছায়ায় ভরে যাবে চারিপাশ,
সূর্যের তেজে ছড়াবে লাল আভা
চড়বে তোমাদের উপর রোদের ঢেউ
একের পর এক আসিবে ভেসে চিৎকারের ধ্বনি
চাইবে ক্ষমা সব কালো ছায়ার দল!!
করিবে স্বীকার বিধ্বস্ত রোদের ঢেউ।।