পলায়ন আজ নিজের কাছে নিজেই,
করছি ছলনা অপেয়া মনের সাথে!!
দগ্ধ হৃদয় আজ ব্যাকুল হয়ে উঠেছে পলায়ন করে!!
ব্যাকুল এ মন -শক্তি সবই নিঃশেষ হচ্ছে,
পলায়ন করে একটুখানি টিকিয়ে রাখা নিজেকে!!
এ টিকিয়ে রাখার অর্থ কি??
নিজের কাছে আজ নিজেই প্রশ্নবৃও!!
কে আমি কি আমার পরিচয়!!
কিসের তরে করছি নিজের জীবনের অপহরন!?
কিসের মায়ার ভয়ে লুকিয়ে বেরোচ্ছি?
চোখের সামনে অপরাধ দেখেও পোড়া হৃদয়ের চিৎকারের জবাব না দেয়া??
কেনো প্রতিবাধ না করে,জবাব না দিয়ে ভীতুর মতো পলায়ন করা!!?
কেনোই বা নিজের বোধগম্য কে জলাঞ্জলি দেই??
কিসের তরে করেছি নিজেকে আলাদা,
হয়েছে নাম ছোট শ্রেণীর কীট।
কেনোই বা অগলিত সত্য বলার মুখে আজ মিথ্যের বাসা?
পলায়ন নিজের তরে করে আজ নিজে অচল তরী।
এভাবে পলায়নে যাবে কি শেষ জীবন!?
নাকি ধ্বংসস্তূপের আড়ালে পড়ে থাকতে হবে পলায়নে।।