আমি বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা হয়ে তোমারিই অপেক্ষায় থাকি,
কখন ভিজাবো তোমায় আমার ভেজা রংয়ের ভুবনে
আমি বাদল হয়ে কালো ছায়ায় ঘিরে রাখি
তুমি ভয়ে মুখ লুকাবে এ অপূর্ন হৃদয়ের মাঝে।
আমি বর্ষনে ভরা বিদুৎ এ শব্দের কাপন হবো ;
তুমি ভীরু ভীরু চোখে খোজে ফিরবে আমায়
কিছু বলার ছলে শক্ত হাতে জড়িয়ে ধরবে আমায়!!
তোমার অস্পষ্ট মুখের ভাষায় আমার অকম্পিত হৃদয় জুড়ে।।
হয়ত বা তুমি আমার মেঘও মালা ;
যার অশূন্য মুখের চাওনিতে থাকে হাজারও ভরা অভিমান ;
শুধু আমারই তরে অভিযোগের ছলে তাকিয়ে ফিরে
যাওয়া বার বার!!
বার বার মেঘের ছায়া হয়ে দূর আকাশে ভেসে বেড়ানো!
ধরা দিয়ে ও যেন দেও না;
তবুও বৃষ্টি অপেক্ষায় তার মেঘও মালার জন্য।