ভালোবাসি ভালোবাসি বলিছি না অনেক ভালোবাসি!!
তুমি যতদূরে যাও ভালোবাসি ভালোবাসব!!
ঐ দূর পাহাড়ে নিরুদ্দেশ হলেও ভালোবাসব
ঐ জোয়ারে হারিয়ে গেলেও ভালোবাসব!
জোৎস্না রাতে অন্ধকার নেমে আসলেও ভালোবাসব তোমায়।
সূর্য হয়ে ডুবে গেলে চন্দ্র হয়ে জাগিয়ে ভালোবাসব তোমায়।
ফুল হয়ে ফোঁটলে প্রজাপতি হয়ে ভালোবাসব
নদী হলে তার জলের ঢেউ হয়ে ভালোবাসব
তারা হলে আকাশ ভরা বুক নিয়ে তার পাশে আগলে রেখে ভালোবাসব!
তুমি না বললে হ্যাঁ হয়ে ভালোবাসব তোমায়।
তুমি কাজল কালো চোখ হলে আমি অশ্রু হয়ে ঝড়ে পরব,
তবুও ভালোবাসব তোমায়।
তুমি যতই অবহেলা করো আমি বেহালা হয়ে তার সুরে ভালোবাসব
তোমায়।
বলিছি না ভালোবাসব তোমায়!!??
তুমি কথা হলে আমি সে কথার শব্দ হবো
তুমি বৃষ্টি হলে আমি ফোঁটা ফোঁটা কণা হবো
তুমি কালো আকাশ হলে আমি বাদল হবো
তুমিই যা হয়ে দূরে চলে যাবে তার স্পর্শ, ছোয়া,ছায়া হয়ে,,
তবুও ভালোবাসব ভালোবাসি ভালোবাসি।।