মিথ্যে এ দেহখানা গড়িয়েছ কীটে কীটে!!
খোজলে পাওয়া যায় সেথায় ভরে আছে কীটের বাসা।
কতো কীট আছে এ মিছে দেহটায়!!
কতো কীটে করেছ পরিণত নিজেকে!!
কতে কীট করেছ তোমায় আবার খন্ড খন্ড!
করেছে নতুন বহুরুপী কোন এক প্রাণী,
যার আর সবই আছে :! শুধু বিবেক নামের ছোট্ট কুঠিরে বদ্ধ করেছে কীটের ফলন।
যেখানে জায়গা করে রেখেছে অসংখ্য কীট
যা একটু একটু করে ধ্বংশ করছে বিবেকবোধ,মনুষত্ব!!
পরিনত করেছে কীটঘ্নতায়।।
যেখান থেকে বের হবে না প্রতিরোধ অন্যায় বিরুদ্ধে?
যেখান থেকে হবে না কারো প্রতি মায়া,দয়া
বিবেকবোধ জাগা।।
অস্তিত্ব কে আকড়ে থাকবে কীট।
যেখানে অস্তিত্বের কোন শব্দ হবে না সেখানে বিবেকবোধ দূরের আকাশ।
ঘুমন্ত রাজ্যের মতো পরে রইবে ঘুমের তলদেশে বিবেকবোধ।।