আজও মেঘলা আকাশে কালো বাদলে যখন ডেকে যায়
একলা মনে জানলার পাশ ঘিরে একাকীত্ব আনমনে ভাবনা
হারিয়ে যাওয়া সেই দিনের কথা___তোমার কথা পড়ে মনে বার বার!!
কতই না ছিলো সুখের পরশের ছোয়া সেই দিনে;
রোজ ভোর সকালে এক মুঠো বেলী ফুল নিয়ে আসিতে আমার ঘুম ভাঙ্গিতে,
এলোমেলো বাতাসে কাশবনের সেই লুকোচুরিতে মেতে উঠা,
রিমঝিম বৃষ্টির প্রতিটি ঝাপটায় ভিজেয়ে বেড়ানো!!
পড়ন্ত বিকেলে নদীর কোল ঘেষে হাতে হাত ধরে পথচলা,
সন্ধ্যা ঘনিয়ে আসলে মিটমিট তারায় দুজনার আলাপন,
জোৎস্না রাতে খোলা আকাশের নিচে তোমার সুরে নিজেকে হারিয়ে ফেলা,,,
আনমনা হয়ে অপলক চাহনিতে চেয়ে থাকা আমার ও তরে!!
হালকা স্পর্শে এলিয়ে দিতে এলোমেলো চুল
সে পরশে নিদ্রিত হতো বিনিদ্রিত রাণী