প্রদীপ শিখা হাতে দাড়িয়ে আছি তোমার পানে
আজও কুয়াশা তাড়াবার ঘোরে থাকি দাড়িয়ে
কখন ঘোর কাটবে তুমি আসিবে এ স্মরনে
কখনো ফিরবে সবই ভুলে আবার নতুন শুরুতে
এইতো আমি এখন দাড়িয়ে প্রদীপ হাতে
তুমি আসবে সেই আলোর পথে পথে
নিভুতে দিবো নাহ এ শিখা
তুমি না হবে যবে সম্মুখীন এ আমারই তরে!!!!
গহীন দু নয়ন অধীর আগ্রহ খোঁজ ফিরে দূরদূরান্তে
এখনও আছে অপেক্ষায় ঐ নদীর পারে তরি
তোমার আগমনে ভাসাবে স্রোতে আনিবে এ পারে
যেখানে দাঁড়িয়ে আছে আলতা পড়া প্রদীপ হাতে ।