ঐ আকাশে দেখো উড়ে বেড়াছে রঙ্গিন ঘুড়ির দল
আহা! একি সুন্দর উড়ছে বাতাসের তালে তালে ;
ওরে ও ঘুড়ি  ভাই তোমরাই তো কত সুখী
উড়ে বেড়াতে পারো যেখানে সেখানে!!
আর আমরা ভাই উড়তে গেলে পড়ি কালো নজরে
খপ করে তাক করে বুকের ছিদ্রখানে ;
নয়ত করে বন্ধী চারকোণা খাচায় ;
আবার পোষে সখ মিটাবার তাড়নায় ;
আমাদের তো আর নায়রে সখ
উড়তে গেলে ডানা কেটে দেয় ;
পালক রেখে দেয় বেধে!!
আমরা হলাম বন্ধীকারী নাইরে উড়ার স্বাধীন!
তোমরা তো আছো বেশ উড়তে নাই কোন বাধা ।
ওরে পাখি বন্ধু কি যে বলো ভাই
মনের কথা বলতে গেলে আসবে চোখের জল ;
উড়তে পাড়ি ঠিক বলেছ তবে অন্যের ইচ্ছায়
আবার ইচ্ছে হলে দেয় তুলে আরেকজনের হাতে ;
মজার তালে আমায় উড়ায় ঐ আকাশে
সুতোর টানে দেয় টান লাগে বড্ড ব্যাথা ;
এদিক সেদিক টানাটানি অবশেষে পড়ি জলে-জঙ্গলে ;
কত কাটা বৃথে এ ছেড়া শরীরে!!
আর্তনাদে কাদি কেউ শুনবার নাই
সবাই ভাবে আছি তো বেশ উড়ে বেড়াছি জম্পেশ।