ওরে ও নারী খুব তো সুখী আছো??
লোকে আমায় জিজ্ঞেস করে আমি নাকি খুব সুখী
পরের উপর আমার ইচ্ছে গুলো করে নির্ভর
আমি নাকি মহা সুখী!!!
জীবন গেলো অন্যের হাতে
স্বপ্ন ছিলো আমার চোখে
বাধা থাকত হাতের মুঠে
এইটা যদি হয় সুখী?
তবে আমি খুব সুখী!!
জন্ম নেওয়ার পর অপেয়া বলে দূরে রাখে
ঘরের লক্ষী গেলো আমার জন্য
আমি নাকি ধানের বোঝা!!
কখন আলাদা করবে সে চেতনায় থাকে মগ্ন
বয়স যখন পাঁচ হয়,
বন্ধি করে ঘরের কোণে
ছোটো চোখে স্বপ্ন বড় হবার
স্বপ্ন তো স্বপ্নই থাকে
বন্ধি কারও হাতের তলায়
তুবও আমি নাকি সুখী!!
বয়স যখন দশ পেরিয়ে বারো
সবার চোখে আমি বুড়ী
কালো অপেয়া বলে আঙ্গুল তোলে আমার দিকে,
এইতো জীবন এটা নাকি সুখী?
এখন আছি অন্যের হুকুমে
জীবন আমার একটায়
তবে চলে নানা মানুষের হাতে,
এখন তো মনে হয় বন্ধ তালা জীবন আমার
কেউ এসে খোলে দিলে
একফাঁকি উড়াল দিবো
বদ্ধতা আমার নিশ্বাস আটকিয়ে আছে,
কেউ কি শোনার আছে এ আত্নর্নাদের কথা?
রাতের আধারে চোখ বেয়ে পড়ে জল
দিনের আলো করি সুখের অভিনয় ;
জীবন আমার কাঠপুতুলের
ভাঙ্গে,গড়ে চলছে এমন করে!!