বাড়ছে বয়স নিজের তালে
পড়ছে মাথার চুল।
আপন মনে পাচ্ছে হাসি
কম বয়সী ভুল।
স্মৃতির রেখা খাতায় দেখা
দুঃখের হাসি মুখে
দুই পা মেলে,হাঁটতে গেলে
টান লাগছে বুকে।
প্রেম করেছি,প্রেমিকা নেই
আবছা লাগে ছবি
খাতা আছে,পাতা আছে
কেবল মৃত কবি।
সেই যে চেনা,সকাল বিকাল
বন্ধু এখন নেই
তাকিয়ে থাকি আকাশ পানে
দূরের তারাতেই।
মান অভিমান সখী আমার
শখের নেশা দীন
হারিয়ে গেছে সেসব কথা
আবছা ও মলিন।
বন্ধু বাড়ি,ভাব বা আড়ি
দেখা হত ঠিক
এখন মনে ইগো জমে
নেই কিছু অধিক।
স্কুল কলেজের বন্ধু সুজন
কোথায় এখন তারা
আমি আছি একাই বাঁচি
দুঃখের ফল্গু ধারা।
খেলার মাঠে,ঘাসের সাথে
মাটি মাখা গা
ঝাঁ চকচক পাথর মেঝেই
নোংরা লাগেনা।
মন যে বলে মাটি মাখি
তোমায় দেখি চে
ছোট্ট নাতি ঝোঁক ধরেছে
বলছে কোলে নে।
ফুরিয়ে গেল দিনগুলো সব
শেষের রেখা কাটি
এমনিভাবে দিন যে যাবে
ছাই হবে মাটি।


30-12-2108