মিষ্টি মধুর সতেজ সরল
     আমার মায়ের ভাষা
  এই ভাষাতেই বাঁচন মরণ
প্রেমের কথন, শান্তি ভালোবাসা।


   শব্দ গুলো সাজিয়ে যখন
       ব্যক্ত করি কথা
   ঝংকৃত হয়, মন্দ্রিত হয়
সবার হৃদয় সবাই জানি তা।


  জ্ঞান হয়নি, চোখ মেলিনি
       ডাক দিয়েছি মা,
বাঙলা আমার প্রানের ভাষা
মনের কথা, চলার প্রেরণা।


   জ্ঞান হয়েছে , পাঠ নিয়েছি
  পেন ধরেছি  , লিখেছি কত কথা
বাঙলা আমার দেহের ভাষা,মনের ভাষা
     চলার ভাষা, বলার ভাষা
        বাঙলা আমার মা।


নির্ঝর
২০,ফেব্রুয়ারী,২০১৬