সেই তো তুমি কারুর হলে
শুধু আমার তোমার মাঝে একটা দাগ টেনে দিলে
সমাজের আগুনে জ্বলে পুড়ে যাওয়া মনের ভালোবাসাটা অবিচল
বদলে ফেলেছো দিন দিনের কাহিনী
কতটা বদলেছো নিজে কি জানি,
মনের ভাব ভালোবাসা দুঃখের কথা সেয়ার করছ,
হয়ত যতোটা তোমার স্বপ্নের রাজকুমার
ততোটা আমি নই,
হয়ত যতোটা চেয়েছো ভালোবাসা
ততোটা আমি পারিনি,
হয়ত গুছিয়ে বলতে পারিনা,লিখতে পারিনা,
আর সবাকার মত ভালবাসতেও পারিনা,
তবুও তো মন চুরি গিয়েছিল এই মনের কোণে,
একদিন স্বপ্নের সাথে মিলিয়ে দিয়েছিলে আগামীর দিন গুলোকে,
এমন একটা আঁচড় দিলে
শুধু দাগ নয়,কলেজে টাকেই উপড়ে দিলে,
আজ তোমার তোমার রাজপুত্তুরের কলজেতে বাস,
আমার সাথে না আছে আড়ি না ভাব
স্বভাব বুঝলে এটা আমার স্বভাব
কথায় আছে না "স্বভাব যায় না মলে "
কত কত সময় পাশাপাশি বসে আঙুলে আঙুল রেখে নির্বাক হয়ে কেটে গেছে,
কত কত রাত বোকা ফোনে কান রেখে গুটি কতক কথা
কখনো শুধু নিশ্বাসের শব্দ বা ঘুমিয়ে যাওয়া বুকের স্পন্দন অনুভূতির আবেশে কেটে গেছে,
তখন আগামীর জন্য শুধু স্বপ্ন ছিল,
কখনো দুজনে পাশাপাশি চোখ বুজে
কখনো তোমার কোলে মাথা রেখে আকাশের দিকে চেয়ে
কখনো ঠোঁটের কোনে একাত্ব হয়ে স্বপ্ন দেখেছি
স্বপ্ন এঁকেছি তোমার চোখের দুষ্টু মিষ্টি আলো ছায়াতে।
আমি জানিনা কোন চাওয়াতে আমি হেরে গেছি,
গণিতের কোন অংকে আমি দুটো মনকে মেলাতে পারলাম না
কোন সমীকরণে যে আটকে গেলাম
জানতেই পারলাম না,পরীক্ষা শেষের ঘন্টা
আমি পেন প্রশ্ন বোর্ড নিয়ে বসে রইলাম,শুধু সাদা খাতায় অল্প কিছু লিখতে পারলাম,
তুমি লিখতেই দিলে না।
নির্ঝর-১০-১০-২০১৬