মিথ্যাতেও কি ভালবাসা যায়
নাকি ভালোবাসা কখনো মিথ্যা হয়,
কেমন করে হয় ?
এমন প্রশ্ন অনেক আছে যেগুলোর উত্তর
কখনো হয় কখনো হয়না
কখনোবা অপলকে শুধু চেয়ে থাকতে হয়।
নিরার জন্য স্বপ্ন দেখেছি এঁকেছি সমুদ্রের বুকে জলছবি
কতদিন কতবার কত রকমের যে জ্বালাতন করেছি,
সে শুধু হেসেছে, অকপটে উত্তরও দিয়েছে বহুবার
কোনোদিন পর পর লাগেনি,সে তো আমারি
মায়ের কোলে নিশ্চিন্তে ছোটবেলায় ঘুমিয়ে পড়তাম,
যখন ব্যস্ততার নাগপাশে মাথায় জ্যাম লেগে যেত
তখন নিরার কোলে ঢুলে পড়তাম,এও তো শান্তির বাসা,
ঝিরঝিরে বৃষ্টির জল দুকানের পাশ দিয়ে গড়িয়ে পড়ত চোখে
ভিজতাম, মনের পাখি বহুদূরে উড়ে যেত
ঝড় এসেছে ,বাসাটা বাঁধতে পারিনি
আমার মনের বেষ্টনী ভেদ করে চোখের দৃষ্টি থেকে বহুদূরে উড়ে গেছে