গাছেরা নতুন পাতার জামা প্যান্ট পরে রেডি
বসন্ত এসে গেছে।
শুধু দোলতলার পুরোনো বটগাছটা
কেমন করে যেন জেনে গেছে
পাকা মন্দির হবে তাই
তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে গেছে কবে।
সব পাতা যেন কেমো নিয়ে ঝরে গেছে তার,
মাথামোটা গাড়োলের দল
উদ্যত কুঠার হাতে
প্রপিতামহ বটবৃক্ষের সাথে
মহাদানবিক হোলি খেলায় মেতে উঠেছে আজ।
হে বৃদ্ধ প্রপিতামহ,
অকাল মৃত্যুর মতো এসে
দাঁড়িয়েছে সময়—মাঝখানে তোমার আমার।
আজ হোলি ।
মহাকাল, মন্দির থেকে বেরিয়ে এসে
ঐ বৃদ্ধ প্রপিতামহকে বাঁচাও
তোমারই আবাসস্থল গ্রাস করতে চায় তাকে
আমার সন্তানের হাত থেকে রক্ষা করো তাকে।