আমি কেমন ভাবে মরতে চাই
তোকে চুপি চুপি বলে রাখি নিখিলেশ
এসব করোনা টরোনা
আমার বিলকুল না পসন্দ
ক্যান্সারে আমার বড় ভয় করে
দেশের জন্য প্রাণ ট্রাণ দেওয়ার মধ্যে আমি নেই
মল মূত্র রঞ্জিত, বার্ধক্য বন্দিত শয্যা অকল্পনীয়


শুধ একটা খুব সুন্দর সহজ মৃত্যুই
আমার খুব পছন্দ


যে প্রাণ ভোমরা বন্দী করছো
সোনার কৌটোয়
তাকে একদিন ছেড়ে দিও
দক্ষিণ বাতাসে সে উড়ে এসে বসবে
আমার ঠোঁটের কোনায়
আমারই প্রাণভোমরা চুষে নেবে
আমারই জীবনের সঞ্চিত মধু
তখন নিস্তব্ধ সংগীতের মতো
মৃত্যু এসো, প্রিয়তমা আমার।