ব্যস্ত রাজপথের ধারে
              তোমার বিশাল ছবি
অকাতরে বিলাচ্ছো মুক্তো-দাঁত
              গোলাপ- ঠোঁটের হাসি
বাম গালে টোলের
               নিবিড় হাতছানি
  হীরে মাণিক শোভিত
               তোমার বিজ্ঞাপিত মুখ    
  এক ঝলক দেখি রোজ
                সকাল নটার ছুটন্ত বাস
  আর দেখে সেই ল্যাম্প পোস্ট
                তার ল্যাম্প শেডের
  প্রলম্বিত ছায়া
                 রোজ গিয়ে বসে
তোমার গোলাপ ঠোঁটে
                 এই সময় ঠিক এই সময়
যখন আমি যাই
                   নিত্য অফিস যাত্রায়
  ইচ্ছে করে চেপে ধরি ল্যাম্প পোস্টটার কলার
                    আমি পারি না
  ইচ্ছে করে ঢেকে দিই সূর্যের মুখ
                    আমি পারি না
  ইচ্ছা করে ছায়া হই ওষ্ঠে তোমার
                     আমি পারি না