চাঁদ পেতে গেলে
হাতের চেটো খোলা রাখতে হয়
সে কখনো মুঠোয় আসে না
অথচ দুহাত পেতে পূর্ণিমা রাতে
হাত পেতে দাঁড়ালে
হাতে রাখা দানা খেতে
পায়রার মতো চাঁদ এসে
খুটুর খুটুর ঠোকরায়
অঞ্জলি ভরা চাঁদ
কত সহজেই টলটল করে
চাইলেই এক গণ্ডুষ চাঁদ
অনায়াসে পান করা যায়