একদল হাতি ছিল গাঁয়ে
সরু সরু দড়ি দিয়ে বাঁধা
                      দুই পায়ে।


বড় বড় হাতি, তায় গায়ে কত জোর
ছিঁড়তে পারেনা তবু বাঁধনের ডোর।


হাতিগুলো চুপচাপ
লেজ নাড়ে শুধু
হাতিওলা নিশ্চয়
জানে কিছু যাদু।


শিশু থেকে এই ভাবে
বাঁধা আছে শুধু
হাতিওলা হেসে বলে স্বভাবের যাদু


(ঋণ শ্রী আদিত্য সরকার )