হলদে, কালো ,সাদা নানা
          ছোট্ট ছোট্ট কুকুর ছানা
                         বিক্রি আছে নেবে ?


সেই না শুনে ছোট্ট খোকন
          ব্যাগ্র ভাবে গিয়ে তখন
                      বলে আমায় দেবে ?


শুনে মালিক
                 এক হাঁক দেয়
ছুট্টে এসে  
                 হাজিরা দেয়
কুকুর ছানা যত
                
শুধু   ধীরে আসে
                    একটি ছানা
কোনো দিকে সে দেখে না
                    একটু কেমন মতো


খোকন তাকে দেখিয়ে বলে
                  ওটা যেন হাঁটছে কেমন কেমন
মালিক বলে দুবলা  কোমর
                   জন্ম থেকেই এমন


খোকন তাকে আদর করে
           নিয়ে নিজের কোলে
                 বলে আমার এটাকেই চাই
দেবে  কত  দিলে ?


ওটার কোনো দামই নেই
              এমনিই নিয়ে যাও
শুনে খোকন হেসে বলে
               পুরো দামটাই নাও


কিন্তু ওটা কোনোদিনই
              পারবে না ছুটতে
তোমার সঙ্গে খেলাধুলোয়
               পারবে না মাততে


শুনে খোকন  হাঁটুর উপর
                পাতলুনটা তুলে
নিজের লোহার পায়ের দিক
                  দেখিয়ে হেসে বলে


ছুটতে আমরা দুজনেই তো
                 পারিনাকো মোটে
দুজনেই চাই বোঝার মতো
                     বন্ধু যেন জোটে


( ঋণ শ্রী আদিত্য সরকার )